Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ছাত্রদের সংগঠন হোপ’র উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

॥কাজী তানভীর মাহমুদ॥ হেল্পফুল অরগানাইজেশন ফর দ্যা পিপল(হোপ) নামে ছাত্রদের একটি সংগঠনের উদ্যোগে গতকাল ২৪শে জুন বেলা ১১টায় রাজবাড়ী পৌর ইংলিশ মার্কেটের দোতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রে-কম্পিউটার ট্রেনিং সেন্টারের সৌজন্যে অর্ধশত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে ঈদবস্ত্র(শার্ট, প্যান্ট, লুঙ্গী, শাড়ী, থান কাপড় প্রভৃতি) বিতরণ করা হয়।
এ সময় হোপ’র সভাপতি গোলাম রব্বানী এবং সম্পাদক মোঃ আসাদুল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। যারা এ আয়োজনে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গোলাম রব্বানী বলেন, আশা করি আগামীতেও তারা হোপের সাথে থাকবেন। এবার যারা সহায়তা করেছেন তারা হলেন-মোঃ আবু ছায়েদ শওকত, রোভার বাবু, ঈস্পিতা বিশ্বাস, নুরুন্নাহার রুপা, গোলাম কাদির চৌধুরী, রিপা খানম মিদুলা, রোবায়েত হোসেন, কিশোর হৃদয়, ফুজি কালার ল্যাব, মোস্তাফিজুর রহমান মামুন, শেখ মোঃ মিলন, রোভার আমিন, রে কম্পিউটারসহ হোপের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে হোপের সদস্যরা বিভিন্ন মানুষের সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র, শীতবস্ত্র বিতরণ, রক্তদান, ভর্তি, ফরম পূরণে সহায়তা, মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান, অপারেশন, ওষুধ, চিকিৎসা সেবা ও ঘর নির্মাণে সহযোগিতাসহ নানা বিষয়ে সহযোগিতা করে আসছে।