Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইরফান সেলিম কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত

॥স্টাফ রিপোর্টার॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম ফয়জুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল ২৭শে অক্টোবর এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মোহাম্মদ ইরফান সেলিম, পিতা: হাজী মোহাম্মদ সেলিম, ২৫নং বড় কাটরা, ডাকঘর-পোস্তা, ঢাকা-১২১১, থানা-চকবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং যেহেতু তার বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে; এবং
যেহেতু, তিনি বিদেশী মদ সেবন করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ (এক) বছর কারাদন্ডে দন্ডিত হয়েছেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে ইতোমধ্যে কারাগারে প্রেরিত হয়েছেন; এবং
যেহেতু, তিনি অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ (ছয়) মাস কারাদন্ডে দন্ডিত হয়েছেন; এবং
যেহেতু, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক রাখার দায়ে আরো মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে; এবং
যেহেতু, তার উক্ত কর্মকান্ড স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২(৩৭) এবং ১৩(১) (খ) (ঘ) অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধ এবং অসদাচরণের শামিল; এবং
যেহেতু, সিটি কর্পোরেশনের কোন কাউন্সিলরের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধ এবং অসদাচরণের অভিযোগে স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৩ অনুযায়ী কার্যক্রম শুরু করা হলে, উক্ত আইনের ধারা ১২ এর উপ-ধারা(১) অনুযায়ী অভিযুক্ত কাউন্সিলরকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে,
সেহেতু, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১২ এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পদ হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।