Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের উদ্যোগে গতকাল ১০ই আগস্ট চুয়াডাঙ্গায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকগণ গর্ভবর্তী নারী ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মধ্যে ওষুধ, ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ(মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান) বিতরণ করা হয়।
এ ছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল মনিটরিং, সচেতনতামূলক প্রচারণা, প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়াসহ যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।