দীর্ঘ ২মাস যাবৎ রাজবাড়ী ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ লাইনের উপরে এভাবেই পরে আছে গাছটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত হলেও গাছটি অপসারণ করা হয়নি। ফলে এ বর্ষা মৌসুমে যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বলেন, গাছটি অনেক দিন তারের উপরে পড়ে আছে, বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেনি। জানানো হলেও কেউ পরিদর্শনেও আসেনি। ছবিটি গতকাল শুক্রবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দির আমতলা বাজার আইডিয়াল স্কুলের সামনে থেকে তোলা -তনু সিকদার সবুজ।
বালিয়াকান্দিতে দীর্ঘদিন বিদ্যুতের লাইনের উপর এভাবেই পরে আছে গাছ॥অপসারণ করবে কে?
