Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বন্যা কবলিত ৬ শতাধিক পরিবার পেল সরকারী ত্রাণ সহায়তা

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিত ৬ শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবারসহ সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল ১৭ই জুলাই সকালে দেবগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত চরাঞ্চল রাখালগাছী ও বেতকা গ্রামের ১শত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের শুকনা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্তার মোড়ে করোনাকালীন সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ২৩০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বন্যা কবলিত ৩০০টি পরিবারের মধ্যে শুকনা খাবারসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।