Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেললাইনে ট্রলির চাকা ঝাম্প হয়ে ৩জন আহত

॥সোহেল মিয়া॥ রাজবাড়ী থেকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের মধুখালীতে লাইনের কাজ পরিদর্শনে যাওয়ার সময় পরিদর্শকদের বহনকৃত বিশেষ ট্রলির চাকা ঝাম্প হয়ে ভেঙে ৩জন আহত হয়েছেন।

গতকাল ১৬ই জুলাই দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেল গেইট এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঃ রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জিহাদ হোসেন(৩০), রাজবাড়ী সদরের ভবানীপুরের খালেক বিশ্বাসের ছেলে পোলিং ব্যাংক আক্কাস হোসেন(৫৫) ও রাজবাড়ী শহরের সজ্জনকান্দার মোঃ আবুল হোসেন খানের ছেলে হেড ট্রলিম্যান মোঃ হারুন খান(৫৬)।

আহতদের মধ্যে হারুন খান রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছেন। আর জিহাদ হোসেন ও আক্কাস হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জিহাদ হোসেন জানান, দুপুরের দিকে ৯ জনের একটি টিম মধুখালীর রেললাইনের মেরামত কাজ পরিদর্শনের জন্য বিশেষ ট্রলিতে রাজবাড়ী থেকে রওয়ানা হয়। পথিমধ্যে বহরপুর রেলগেইট অতিক্রম করলে আমাদের বহনকৃত ট্রলির চাকা ঝাম্প হয়ে গেলে  এই দুর্ঘটনা ঘটে।

মূলত রেল লাইনের উপর বাচ্চারা পাথর দিয়ে রাখার কারণে ট্রলির চাকা ঝাম্প হয়ে যায়। এ ঘটনায় হারুন খান ছাড়া বাকি সবাই সুস্থ আছি। হারুন হোসেন বেশি আহত হয়েছেন। তার মাথাও ফেটে গিয়েছে। বর্তমান সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।