॥স্টাফ রিপোর্টার॥ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা সম্প্রতি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ২০১৯-২০২০ অর্থ বছরের(টি.আর) বরাদ্দের ২য় কিস্তির অর্থ থেকে প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য তিনি এই অনুদান প্রদান করেন। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার বায়তুল নূর জামে মসজিদকে ৫০ হাজার, নূপুর নূরানী জামে মসজিদকে ৫০ হাজার, ফাতেমা বিনতে মোস্তফা মহিলা হাফিজিয়া মাদ্রাসাকে ৫০ হাজার, সজ্জনকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদকে ৫০ হাজার, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের জামে মসজিদকে ৫০ হাজার, নরুন আল হাফিজিয়া মহিলা মাদ্রাসাকে ৫০ হাজার, দারুল উলুম সিদ্দিকিয়া কওমী মাদ্রাসাকে ১ লক্ষ, লালগোলা বাজার সংলগ্ন কবরস্থানকে ৫০ হাজার ও চন্দনীর একটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ৫০ হাজার টাকা এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা জামে মসজিদকে ১লক্ষ, দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাঁচুরিয়া কালি মন্দিরকে ১লক্ষ, তেনাপঁচা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪৩ হাজার ৫শত, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়কে ৪৩ হাজার ৫শত ও দৌলতদিয়া ঘাট প্রাথমিক বিদ্যালয়কে ৪৩ হাজার ৫শত টাকা প্রদান করা হয়েছে।