Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এনএসআই’র নেতৃত্বে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী-পাংশার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)’র উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকীর অভিযানে গতকাল ১৫ই জুলাই রাজবাড়ী ও পাংশা শহরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোটা অংকের অর্থ জরিমানা করা হয়েছে।

অভিযানকালে খাদ্য পণ্যে ভেজাল রং মেশানোর দায়ে রাজবাড়ী শহরের বিনোদপুর মাইছ্যাঘাটা এলাকার ফুলবন বেকারীর মালিক লাল মিয়াকে ২০ হাজার টাকা, ব্র্যান্ড বিহীন পানীয়তে মূল্য তালিকা সংযোজন/টেম্পারিং-এর দায়ে রাজবাড়ী বাজারের হুগলী বেকারীর মালিক আরমান খানকে ২০ হাজার টাকা, ভলভো কোম্পানীর পানি নামে নকল এসিড পানি উৎপাদনের দায়ে পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকার এম.আর ট্রেডার্সের মালিক মনির আহসানকে ২০ হাজার টাকা এবং পাংশার শুকরিয়া চক্ষু ক্লিনিক থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ মূল্য কারসাজীর দায়ে ক্লিনিক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।

এনএসআই’র রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার গোলাম রব্বানী খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম, জেএফও শাহাদত হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে এনএসআই’র রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, আগামীতেও ভেজাল বিরোধী এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।