॥হেলাল মাহমুদ॥ দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজবাড়ীর সাংবাদিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গতকাল ১৩ই জুলাই বিকালে নুরুল ইসলাম বাবুলের মৃত্যুর পর পরই রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ মিয়া, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে পৃথক শোক বার্তায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফেরাত কামনা করে বলেন, তিনি প্রকৃত দেশপ্রেমিক এবং অত্যন্ত সাহসী একজন শিল্পপতি ও ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠিত দু’টি গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন দেশ ও জাতির মুখপত্র হিসেবে ব্যাপক ভূমিকা রাখছে।
এছাড়াও পৃথক শোকবার্তায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী আক্তারুজ্জামান হাসান বিশিষ্ট শিল্পপতি নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রূহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।