Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনার জন্য অর্থ সংকটে বিপাকে পড়েছে কাতারের বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

করোনা পরিস্থিতির কারণে গত ৪মাস যাবৎ কাতারের রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে -মাতৃকণ্ঠ।

॥কাতারের দোহা থেকে তাইফুর রহমান তুষার॥ করোনা পরিস্থিতির কারণে গত ৪মাস যাবৎ কাতারের রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে।

এতে বাংলাদেশী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অর্থ সংকটে বিপাকে পড়েছেন। রেস্টুরেন্ট খোলা থাকলেও বিধি-নিষেধ থাকায় শুধুমাত্র পার্সেল বিক্রি করে দোকান ভাড়ার টাকা যেমন উঠছে না, তেমনি কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন এসব ব্যবসায়ীরা। এতে রেস্টুরেন্টগুলোতে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা বেতন না পেয়ে কষ্টে আছেন। ব্যবসায়ীদের পাশাপাশি তারাও কাতার ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, কাতারে এ পর্যন্ত ১২হাজারের বেশী বাংলাদেশীসহ ১লাখের উপরে করোনায় আক্রান্ত হয়েছেন। এই করোনা পরিস্থিতির কারণে কাতারে অবস্থানরত ব্যবসায়ী-শ্রমিকসহ সব শ্রেণীর প্রবাসী বাংলাদেশীরাই সংকটে পড়েছেন। তারা কাতার ও বাংলাদেশ সরকারের সহযোগিতার আশায় উন্মুখ হয়ে আছেন।