Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এমপি ও তার পুত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে বাধ্য করে ভিডিও ফেসবুকে প্রকাশ করেন হক—অপহৃত স্কুলছাত্রী

॥মনির হোসেন॥ প্রেমিককে ক্ষতি করার ভয় দেখিয়ে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে বাধ্য করেন নূরে আলম সিদ্দিকী হক। পরে সেই বক্তব্য ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেন তিনি।

গতকাল ১১ই জুলাই দুপুরে কালুখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এভাবেই ঘটনার বর্ণনা করে অপহৃত কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের দশম শ্রেণীর স্কুল ছাত্রী রাফিয়া আক্তার জিম।

সংবাদ সম্মেলনে প্রেমিক ও সদ্য বিবাহিত স্বামী পল্লব মন্ডল, তার বাবা হুমায়ন কবির ও পল্লবের বাবা আলাউদ্দিন মন্ডল বক্তব্য রাখেন। এ সময় মৃগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রাফিয়া আক্তার জিম আরো জানায়, গত ২০শে জুন বিকেলে বাবার কাছ থেকে টাকা নিয়ে খাতা কলম কেনার জন্য মৃগী বাজার যায় সে। সেখান থেকে বাড়ী ফেরার পথে প্রেমিক পল্লব মন্ডলের সাথে কথা বলার সময় অপহরণ করা হয় তাদের।

রাফিয়া আক্তার জিম আরো জানায়, এ ঘটনার সাথে একই এলাকার কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক জড়িত এবং ঘটনার দুই দিনপর নারায়নগঞ্জে তিনি তাদের বিয়ে দেন। এরআগে তাদেরকে জিম্মি রেখে অপহরণের ঘটনায় হক জড়িত নন বলে ওই ছাত্রীকে জবানবন্দী দিতে বাধ্য করেন বলে জিম জানায়।

স্কুল ছাত্রী জিম অপহরণের ঘটনায় তার পিতা হুমায়ন কবির বাদী হয়ে পল্লব মন্ডল ও কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক, নূরুল ইসলাম মন্ডল, খাতের মন্ডল ও সোবাহান মন্ডল ও টিটো ফকিরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করেন।

এ মামলা দায়েরের পর রাফিয়া আক্তার জিমকে রাজবাড়ীর আদালতে হাজির হয়ে আদালতে জবানবন্দী প্রদানের পর বাবার জিম্মায় বাড়ীতে ফিরে যায় স্কুল ছাত্রী জিম।

পল্লবের বাবা আলাউদ্দিন মন্ডল বলেন, আমি নূরে আলম সিদ্দিকী হকের রাজনীতি করতাম কিন্তু সে আমার ছেলের উপর এমন অত্যাচার করবে তা কোনদিন কল্পনা করতে পারিনি। আমি হকের বিচার চাই।

উল্লেখ্য, স্কুল ছাত্রী রাফিয়া আক্তার জিম অপহরণের অভিযোগে তার বাবা কালুখালী থানায় মামলা দায়ের করলে নুরে আলম সিদ্দিকী হক তার ফেসবুক আইডিতে ওই ছাত্রীর একটি ভিডিও প্রকাশ করেন। এর আগে গত ১লা জুলাই স্কুল ছাত্রী রাফিয়া আক্তার জিম অপহরণের ঘটনায় কালুখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।