Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ভাঙ্গন ঠেকাতে গড়াই নদীতে ফেলা হচ্ছে বালু ভর্তি বস্তা

॥তনু সিকদার সবুজ॥ ভাঙ্গন ঠেকাতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামে গড়াই নদীর পাড় দিয়ে বালুভর্তি জিও বস্তা ফেলার কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

গত ৮ই জুলাই বিকালে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা এই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বালিয়াকান্দি কার্যালয়ের এসও মাহমুদুল হাসানসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গড়াই নদীর ভাঙ্গন ঠেকাতে পুষআমলা গ্রামের নদীর তীরবর্তী ৮০ মিটার(২৬২.৪৮ ফুট) এলাকা জুড়ে মোট ৪ হাজার ৮৮০টি বালুভর্তি জিও বস্তা ফেলা হবে। ঠিকাদার হিসেবে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ ২১ লক্ষ ৮৪ হাজার টাকার কাজটি বাস্তবায়ন করছেন। তবে এতটুকু জায়গায় ফেলা বালুভর্তি জিও বস্তার সংখ্যা এবং প্রকৃতই সেগুলো ঠিকমতো ফেলা হবে কিনা সে ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন।