Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির দুইটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

॥তনু সিকদার সবুজ॥ থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ পুলিশী কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ও বহরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৯ই জুলাই দুপুরে প্রধান অতিথি হিসেবে পর্যায়ক্রমে এই ২টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং-এর অফিস উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ।

এ সময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ এবং বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনকালে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ যাতে সহজে পুলিশের সেবা পায় সে জন্যই এই বিট পুলিশিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের দায়িত্বে থাকবেন ১জন এসআই এবং ১জন এএসআই। প্রতি বিটের জন্য একটি করে মোবাইল সিম বরাদ্দ দেওয়া হয়েছে। বিট পুলিশিং সেবা চালু হওয়াতে এখন থেকে কোন ইউনিয়নের মানুষকে পুলিশী সেবা পেতে কষ্ট করে থানায় কিংবা তদন্ত কেন্দ্রে যেতে হবে না। ইউনিয়নবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে এবং গ্রাম্য টাউট-দালালদের দৌরাত্ম্যও কমে যাবে।