Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উজানচরে তরুনের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়ায় তরুনের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে।
বলাৎকারের শিকার শিশুটিকে পরিবারের লোকজন গতকাল সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করেছে। অভিযুক্ত তরুনের নাম মোঃ রানা শেখ(১৭)। সে নতুনপাড়ার মৃত আব্দুল মালেক শেখের ছেলে।
গতকাল ১৯শে জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মা জানান, শিশুটি গোয়ালন্দ বাজার জেএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী পড়াশুনা করে। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় সে বাড়িতে ফিরে আসে। এ সময় তার মাথা ও শরীর ভেজা এবং খুব ক্লান্ত দেখাচ্ছিল। কিছু হয়েছে কি না জিজ্ঞাসা করতেই সে(শিশু) তাকে জানায়, একই এলাকার রানা বৃষ্টির আগে তাকে বাড়ির কাছে মরা পদ্মা নদীতে মাছ ধরার কথা বলে নিয়ে যায়। নদীতে থাকা অবস্থায় বৃষ্টি এলে সে বাড়ি আসতে চাইলে রানা তাকে বারণ করে। এ সময় পাশের আরেক নৌকায় থাকা সজিব নামের আরেক যুবক তাকে দ্রুত বাড়ি যেতে বলে। কিন্তু এ সময়ও রানা বাঁধা দেয় এবং পরে একত্রে যাওয়ার কথা জানায়। বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে রানা অনেক দূরে যায়। সেখানে নৌকার উপর তাকে জোরপূর্বক বলাৎকার করে। এতে তার প্রচুর রক্তপাত হয়।
শিশুটি জানায়, বৃষ্টির সময় বজ্রপাত দেখে ভয়ে দ্রুত বাড়ি আসতে চাইলেও রানা ভাই তাকে জোরপূর্বক আটকে রাখে। পরে নদীর অনেক দূরে নিয়ে তাকে নৌকার উপর এসব খারাপ কাজ করে।
শিশুটির পরিবার জানায়, শিশুটি বাড়ি ফেরার পর তার শরীর দিয়ে রক্তপাত দেখে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তথন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সরোয়ার জাহান মোঃ জোহেব এ প্রতিবেদককে জানান, সাধারণত এ ধরনের ঘটনার চিকিৎসা উপজেলা পর্যায়ে হয়না। তাই আমরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করেছি। তার ক্ষতর পরিমানটা একটু বেশি মনে হয়েছে। এছাড়া রক্তপাতও হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাঠানো হয়েছে।