॥কাজী তানভীর মাহমুদ॥ ‘আমি গরীব-দুঃখী মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। সাধারণ মানুষের হাতে হাত মিলিয়ে তাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। মানুষের ভালোবাসাকে বুকে ধারণ করে তাদের অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করবো। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে স্থানীয় সরকারের যে সকল কার্যক্রম রয়েছে তা বাস্তবায়ন করাই হবে আমার লক্ষ্য’ গত ১৭ই ডিসেম্বর দুপুরে দৈনিক মাতৃকন্ঠকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের (রাজবাড়ী পৌরসভা, দাদশী ও পাঁচুরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত) স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী (টিউবওয়েল প্রতীক) আবু মোঃ হাসান।
আবু মোঃ হাসান রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার খন্দকার আব্দুল ওহাবের ছেলে। তিনি একজন ক্রিকেটার হিসেবেও পরিচিত। তরুণ প্রজন্মের কাছে প্রিয় এই ব্যক্তি বর্তমানে একজন সমাজসেবক হিসেবে কাজ করছেন।
আবু মোঃ হাসান বলেন, ‘রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন আমার কাছে শুধুই নির্বাচন নয়, একটি মানবিক ৫ নং ওয়ার্ড গড়ার প্রত্যয়। একটি সমাধান যাত্রা। ওয়ার্ড হবে সবার। ধনী, গরীব, শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক মর্যাদার। আমি বিশ্বাস করি, সকলের ভালোবাসা ও দোয়ায় জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে পারবো। আল্লাহর রহমতে প্রতিনিধিদের ভোটে বিজয়ী হয়ে রাজবাড়ী জেলা পরিষদের ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরের চেষ্টা করবো। ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, ইভটিজিংমুক্ত করতে চেষ্টা করবো। শিক্ষা ক্ষেত্রে উন্নতির পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করবো। গ্রামে-গঞ্জে প্রতিষ্ঠিত মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করতে চেষ্টা করবো। বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট সংস্কার ও তরুণ যুবসমাজকে ক্রীড়াঙ্গণে আগ্রহী করতে কাজ করবো। সকলের কাছে দোয়া কমনা করে বলতে চাই, সুযোগ দেন আমি আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবো।
গরীব-দুঃখী মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই ————- আবু মোঃ হাসান
