Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর জেলায় আরো ২৫ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-৫৮৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ৬ই জুলাই আরো ৬৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে পৌঁছেছে। তাদের মধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে ১৬ জন রাজবাড়ী সদর, ৮ জন পাংশা ও ১জন কালুখালী উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জনে। আক্রান্তদের মধ্যে ২১৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩ জন মারা গেছেন। এছাড়া ৪৬ জন হাসপাতালে ভর্তি এবং ৩০৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৫হাজার ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৪ হাজার ৭৯৫ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ২০৯ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার যে ২৫জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবাণীপুর গ্রামের মোস্তফা কামাল(৩০), দক্ষিণ ভবাণীপুর গ্রামের সেলিনা(৫৫), সজ্জনকান্দা গ্রামের তমা(৫৫), কাজীকান্দা গ্রামের আব্দুল গফফার(৫৭), মারজিয়া (২১), রিপন (৩০), বিনোদপুর কলেজ পাড়ার আমজাদ হোসেন(৭০), বেড়াডাঙ্গা-১ এর আজিজ(৬০), বেড়াডাঙ্গা-৩ এর কামরুজ্জামান(৪২), রাজবাড়ী পুলিশ লাইন্সের পলি(২১), সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের মরিয়ম(৬৪), বাওনারা রাজধরপুর গ্রামের ফিরোজা(৩৫), খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামের হাতেম আলী(৭৫), পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের জমির উদ্দিন(৩৮), পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের এবাদত আলী(৪৮), তাঞ্জি(১৯), শীলা(২৫), জেসমিন(৩৯), বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের আমিরুল(২৫), দত্তমাজাইল গ্রামের হাতেম আলী মন্ডল(৮০), হামিদুর রহমান(২৮), মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের লালন শেখ(৪০), পাংশা হাইওয়ে থানার এস.আই সাইদুর রহমান(৫৪) এবং কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের রোকেয়া বেগম(৫৩)।