Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা সংক্রমণ ঠেকাতে মার্কেট-শপিংমলে সেনা সদস্যদের নানা তৎপরতা অব্যাহত

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারী নির্দেশনা মোতাবেক সারা দেশে জীবন বাজী রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চলমান করোনা পরিস্থিতির মধ্যে চালুকৃত দোকানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য বিধি মেনে বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি না তার তদারকিসহ সুরক্ষা সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। ইতিমধ্যে যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে চালুকৃত মার্কেটগুলোতে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে কোভিড-১৯ সংক্রান্ত জনসচেতনতামূলক পোস্টার লাগানোর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া যশোর সেনানিবাসের তত্বাবধানে ইতিমধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় জীবাণুনাশক টানেল স্থাপন সম্পন্নকরণসহ করোনা প্রতিরোধে নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সেনা সদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় মেডিকেল টিম কর্তৃক অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, ত্রাণ বিতরণ, কৃষকদের ক্ষেত থেকে সরাসরি সবজি ক্রয় ও বিনামূল্যে তাদের মধ্যে বিভিন্ন প্রকার শস্য ও সবজির বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে  -মাতৃকণ্ঠ।