Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা নমুনা সংগ্রহের পর রাজবাড়ী সদরের বসন্তপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার দাফন

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে অজ্ঞাত বৃদ্ধা(৭০) এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল ৯ই মে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। তবে করোনা ভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে এমন আতংকে লাশটির কাছে যাচ্ছিল না স্থানীয়া।
বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি সংলগ্ন দোকানী লালন বিশ্বাস বলেন, ‘৩/৪ দিন আগে কোথায় থেকে যেন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধা নারী যাত্রী ছাউনিতে আসেন। এরপর থেকে তিনি শুধু সেখানে শুয়ে থাকতেন। আজ বিকেল আমরা দেখতে পাই ওই নারী আর নড়াচড়া করছেন না। তখন আমরা নিশ্চিত হই তিনি আর বেঁচে নেই। তবে করোনা ভাইরাসের ভয়ে লাশটির কাছে কেউ যায়নি।’
বসন্তপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার এস্কেন্দার আলী খান বলেন, ‘আমি একজন গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে দূরে বসে লাশটি পাহারা দিচ্ছি। সবার মধ্যেই করোনা ভাইরাসের একটি আতংক কাজ করছে। যে কারণে লাশটির কাছে যাওয়া যাচ্ছে না।’
এদিকে খবর পেয়ে রাত ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করেন।
এরপর রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, এস.আই মোঃ হেমায়েত হোসেনসহ থানার কুইক রেসপন্স টিমের সদস্যরা ও এলাকাবাসী অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে বসন্তপুর রেলওয়ে স্টেশন ঈদগাহ ময়দান সংলগ্ন কবরস্থানে দাফন করে। তার আগে নামাজে জানাযাতে থানার কুইক রেসপন্স টিমের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গসহ ২০/২০জন সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেয়।