॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশায় সামাজিক দূরত্ব না মানায় ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৯ই মে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন পাংশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন। তাদের মধ্যে ৩ জনকে ১২শত টাকা করে এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেনা সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। এছাড়াও মাইকিং করে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়।
পাংশায় সামাজিক দূরত্ব না মানায় মোবাইল কোর্টে ৬জনের জরিমানা

