Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ফেরী ঘাটে যাত্রীদের ভিড়॥মানা হচ্ছে না সামাজিক দূরত্ব-করোনা সংক্রমণের ঝুঁকি!

॥দেবাশীষ বিশ্বাস॥ দৌলতদিয়া ফেরী ঘাটে আবারও রাজধানীগামী যাত্রীদের উপচেপড়া ভিড় হচ্ছে। হাজার হাজার মানুষ ফেরীতে গাদাগাদি করে নদী পার হচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। এতে করোনা ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।

গতকাল ৫ই মে ভোর থেকে দৌলতদিয়া ফেরী ঘাট দিয়ে হাজার হাজার মানুষ নদী পার হয়েছে। আবার পাটুরিয়া থেকেও বিপুল সংখ্যক মানুষ একইভাবে ফেরীতে গাদাগাদি করে নদী পার হয়ে এসে দৌলতদিয়া ঘাট দিয়ে বিভিন্ন জেলায় গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে সামাজিক দূরত্ব মানার কথা বলা হচ্ছে তার বিন্দুমাত্রও ছিল না দৌলতদিয়া ফেরী ঘটের প্রবেশ পথে ও ফেরীতে।

সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ ট্রাক, ইজিবাইক, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঘাটে আসছে। এরপর ফেরীতে উঠে গাদাগাদি করে নদী পার হচ্ছে। আগেরদিন গত ৪ঠা মে ভীড় কিছুটা কম থাকলেও আবার উপচেপড়া ভীড়ের সৃষ্টি হয়েছে।

যাত্রীদের মধ্যে গার্মেন্টস শ্রমিক ছাড়াও বিভিন্ন শিল্প-কারখানা ও বেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী রয়েছে। তারা জানান, বাস বন্ধ থাকার কারণে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হয়েছে। ‘সব কিছুই তো স্বাভাবিক করা হচ্ছে’-এ অবস্থায় কর্মস্থলে না গেলে চাকরী থাকবে না, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে।

বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, গতকাল (সোমবার) যাত্রীর চাপ কম ছিল। কিন্তু আজ ভোর থেকে বিপুল পরিমাণ  যাত্রী আসছে। বর্তমানে এই নৌরুটের (দৌলতদিয়া-পাটুরিয়া) ১৮টি ফেরীর মধ্যে ছোট-বড় মিলে ৫টি ফেরী চলাচল করছে। পাটুরিয়া ঘাট থেকে ফেরী দৌলতদিয়া ঘাটে আসার সাথে সাথেই যাত্রীরা তাতে উঠে যাচ্ছে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মান্নাফ বলেন, দৌলতদিয়া ঘাট প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন যাত্রীবাহী বাস চলাচল করলেই শতভাগ স্বাভাবিক হবে। এত যাত্রী ফেরানো তাদের পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।