Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১৬ কেজির কাতল

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশালাকৃতির একটি কাতল মাছ।
গত ১৭ই জুন বিকেলে দৌলতদিয়া ৪নং ফেরী ঘাটের অদূরে স্থানীয় লাল্টু জেলের জালে এই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাজারের সজীব স্টোরের মালিক মাছ ব্যবসায়ী সোহেল মোল্ল¬া প্রতি কেজি ৯০০ টাকা দরে মাছটি তার কাছ থেকে কিনে নেয়।
সোহেল মোল্ল¬া বলেন, দেশজুড়ে দৌলতদিয়ার বড় পদ্মার মাছের বেশ চাহিদা রয়েছে। মাঝে মধ্যেই পদ্মায় বড় বড় আকৃতির বোয়াল, রুই, পাঙ্গাশ, কাতল, আইড়, বাগাড়সহ বিভিন্ন ধরনের দেশী মাছ ধরা পড়ে। পরে সেগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়ে থাকে। মাছটি তিনি ১হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি করবেন।