Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উত্তরণ ও মিরা ফাউন্ডেশন উদ্যোগে রাজবাড়ীতে ২য় দফায় ৩হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩হাজার পরিবারের মধ্যে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উত্তরণ ও মিরা ফাউন্ডেশন।

গতকাল ৩রা মে দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম কাছে ৫শত প্যাকেট খাদ্য সামগ্রী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণের জন্য হস্তান্তর করেন মিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিনিধি মীর মঞ্জুর হোসেন।

এ ছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসনের জন্য একটি জীবানুনাশক স্প্রে মেশিন, একটি ইনফ্রারেড থার্মোমিটার যন্ত্র, কিছু হ্যান্ড স্যানিটাইজার ও ৫টি পিপিই প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন ও জেলা পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মজনু উপস্থিত ছিলেন।

এ নিয়ে দুই দফায় প্রায় ৬হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো ফাউন্ডেশন দুটি।

মিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর মঞ্জুর হোসেন জানান, আজকে বালিয়াকান্দি ও পাংশা উপজেলায় বিতরণের জন্য রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের আশিক মাহমুদ মিতুলের কাছে ১৫শ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট খাদ্য সামগ্রী রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, ছোলা ও সাবান

এর আগে গত ২রা এপ্রিল গোয়ালন্দ থানা পুলিশের মাধ্যমে দৌলতদিয়া পতিতাপল্লী ও হিজড়া সম্প্রদায় এবং রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩হাজার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেন উত্তরণ ও মিরা ফাউন্ডেশন।