॥রঘুনন্দন সিকদার॥ করোনা ভাইরাস সংকটের কারণে বালিয়াকান্দি উপজেলার ৩শত দরিদ্র ভিডিপি সদস্যের মধ্যে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল ৩রা মে সকালে বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায় ও বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১টি করে সাবান ও ১টি করে মাস্ক।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় প্রায় ৫৪ হাজার আনসার ও ভিডিপি সদস্য রয়েছে। করোনা ভাইরাস সংকটের কারণে তাদের মধ্য থেকে বাছাই করে ১হাজার ৫শ’ জন দুস্থ সদস্যকে বাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।