Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ১২শত পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর চাল-অর্থ বিতরণ

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ করোনা সংকটের কারণে বালিয়াকান্দি উপজেলার ৩টি ইউনিয়নের আরো ১২শত দরিদ্র পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা খাদ্য কর্মসূচীর আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল ২রা মে সকালে বালিয়াকান্দি সদর, নবাবপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদে ৪শত করে গরীব, দুঃস্থ, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়।

এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী এবং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ ট্যাগ অফিসারগণ, ইউপি সচিব ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে প্রথম দফায় বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ৩শত করে ২১শত দরিদ্র পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়।