॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে কাজ করতে আসা উত্তরবঙ্গের দিন মজুরদের প্রতি ভোর রাতে সেহরী খাওয়াচ্ছে পুলিশ। গত কয়েকদিন ধরে ফরিদপুর শহরের ৩টি স্পটে(নতুন বাসস্ট্যান্ড, মাইক্রোস্ট্যান্ড ও মেডিকেল কলেজ গেট) প্রতি রাতে প্রায় ১শত জনকে এই সেহরী(রান্না করা খাবার) খাওয়ানো হচ্ছে।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের উদ্যোগে পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর আনোয়ার হোসেন কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ সাইফুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের বেতন থেকে কিছু কিছু অর্থ সংগ্রহ করে একটি ফান্ড তৈরী করে এ পর্যন্ত আমরা প্রায় ৭শত মানুষকে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছি। পুরো রমজান মাসব্যাপী আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো।