Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেনাবাহিনী কর্তৃক যশোর অঞ্চলের প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ

করোনা ভাইরাসের সংকটকালে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় যশোর অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটু জমিও যেন অনাবাদী না থাকে-প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য অর্জনের জন্য যশোর অঞ্চলের প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য, সবজি ও ফলের বীজ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। করোনা পরিস্থিতিতে ভবিষ্যতে যেকোন প্রকার খাদ্য সঙ্কট মোকাবেলার জন্যই মূলত এই উদ্যোগ। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নির্দেশনায় প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে। এটি বাস্তবায়নের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে গত ৩০শে এপ্রিল থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত, দুঃস্থ-অসহায় ব্যক্তিদেরকে মেডিকেল সহায়তা প্রদান, সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে চলেছে। বিশেষ করে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিতকরণসহ বেনাপোল স্থলবন্দর দিয়ে আগত নাগরিকদেরকে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলমান রয়েছে   -প্রেস বিজ্ঞপ্তি।