Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে প্রয়াত ৬জন নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান দিল ইউনিয়ন

॥রফিকুল ইসলাম॥ মহান মে দিবস উপলক্ষে রাজবাড়ীর ৬জন প্রয়াত নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল ১লা মে সকালে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে এই অনুদানের অর্থ (পরিবার প্রতি ৫হাজার টাকা করে) বিতরণ করা হয়।

এ সময় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান মোল্লা সান্টু, সহ-সভাপতি নুরুল ইসলাম ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক লালন শেখ, সহ-সাধারণ সম্পাদক নিফাজ উদ্দিন ও আলহাজ সরদার, সাংগঠনিক সম্পাদক রহমান মোল্লা, কোষাধ্যক্ষ সুলতান আহম্মেদ এলেম, প্রচার সম্পাদক সেলিম শেখ, দপ্তর সম্পাদক কামাল শেখ, ধর্মীয় সম্পাদক শামিম মোল্লা, ক্রীড়া সম্পাদক জনি মৃধা, কার্যকরী সদস্য আবুল কাশেম, মজিদ মল্লিক ও ইয়াকুব মৃধা এবং অনুদান নিতে আসা মৃত নির্মাণ শ্রমিকদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুদানের অর্থ বিতরণকালে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান মোল্লা সান্টু ও সাধারণ সম্পাদক লালন শেখ বলেন, করোনা পরিস্থিতিতে আমরা নির্মাণ শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছি। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। দুঃখজনক বিষয় হলো অনেক শ্রেণী-পেশার মানুষ সরকারী সহায়তা পেলেও এখন পর্যন্ত আমাদের কপালে তা জোটেনি। তা সত্ত্বেও আমরা লকডাউনসহ সরকারী নির্দেশনা মেনে চলছি। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটকালে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমাদের প্রয়াত ৬জন সহকর্মী সহিদ মন্ডল, আরশ সরদার, ফজলু শেখ, তোফাজ্জেল হোসেন, কবির উদ্দিন ও হযরত আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারা আমাদের ইউনিয়নের সদস্য ছিলেন। তাদেরকে আমরা চিরদিন মনে রাখবো।

অনুদান বিতরণ অনুষ্ঠানের পর মহান মে দিবসে জীবন উৎসর্গকারী শ্রমিকদের আত্মার শান্তি কামনা ও করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহ্র নিকট দোয়া করা হয়।