Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর দৌলতদিয়ায় গার্মেন্টস শ্রমিকদের উপচেপড়া ভীড় অব্যাহত রয়েছে

॥হেলাল মাহমুদ॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটে গার্মেন্টস শ্রমিকদের উপচেপড়া ভীড় অব্যাহত রয়েছে। জরুরী পারাপারের জন্য বর্তমানে এই নৌ-রুটে (দৌলতদিয়া-পাটুরিয়া) ২টি বড় ও ৩টি ছোট ফেরী চালু রাখা হয়েছে।

গতকাল ৩০শে এপ্রিল সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ছোট-বড় ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসের পাশাপাশি নদী পার হওয়া মানুষেরও ব্যাপক ভীড় রয়েছে।

মাগুরা থেকে আসা গার্মেন্টস কর্মী মোঃ মামুন বলেন, বাড়ী থেকে বের হওয়ার পর পথে অন্তত ১০টি স্থানে বাধার সম্মুখীন হয়েছি। যেভাবেই হোক আজকের মধ্যে আমাকে ফ্যাক্টরীতে যেতেই হবে, নইলে চাকরী থাকবে না।

বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট  কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ্ রনি  বলেন, পোশাক কারখানা খোলাতে হঠাৎ করে যাত্রীদের চাপ বেড়ে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও যাত্রীদের মধ্যে আগে ফেরীতে ওঠার প্রতিযোগিতা রয়েছে।