Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর ৩৫ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

গতকাল ২৯শে এপ্রিল সকালে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে রাজবাড়ী পৌর এলাকার ৩৫ জন দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আলম খান, প্রশিক্ষিকা শাহেদা খাতুন ও পাংশা উপজেলা প্রশিক্ষক ঈদুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় প্রায় ৫৪ হাজার আনসার ও ভিডিপি সদস্য রয়েছে। তাদের মধ্যে বাছাই করে ১হাজার ৫শ’ জন দুঃস্থ সদস্যকে বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে ৩০শে এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার, ২রা মে গোয়ালন্দ উপজেলার, ৩রা মে বালিয়াকান্দি উপজেলার, ৪ঠা মে কালুখালী উপজেলার ও ৬ই মে পাংশা উপজেলার বাছাইকৃত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।