॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে ফরিদপুরের গৃহবধূ শারমিন আক্তার হত্যা মামলার প্রধান আসামী সিয়াম মোল্লা(৩৫) গ্রেফতার হয়েছে।
গত ২৮শে এপ্রিল রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কামরাঙ্গীরচরের এক আত্মীয় বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিয়াম মোল্লা নিহত গৃহবধূ শারমিন আক্তারের স্বামী এবং ফরিদপুরের সালথা উপজেলার রায়েরচর গ্রামের রঙ্গু মোল্লার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গত ১৭ই এপ্রিল ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ মোড় এলাকার ভাড়া বাসায় গৃহবধূ শারমিন আক্তার(২২) এর লাশ পাওয়া যায়। পরদিন ১৮ই এপ্রিল শারমিন আক্তারের পরিবার তার স্বামী সিয়াম মোল্লাকে প্রধান আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সিয়াম মোল্লা পলাতক ছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।