Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে এনজিও ‘বুরো বাংলাদেশ’ এর ত্রাণ বিতরণ

॥আশিকুর রহমান॥ করোনা পরিস্থিতিতে রাজবাড়ীতে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে এনজিও ‘বুরো বাংলাদেশ’।

গতকাল ২৭শে এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, বুরো বাংলাদেশ-এর রাজবাড়ী এলাকা ব্যবস্থাপক মমিন আলী, শাখা ব্যবস্থাপক আরিফুর রহমান, বানীবহ শাখার হিসাব রক্ষক মাহবুবুর রহমান, এফএনবি’র জেলা শাখার সভাপতি লুৎফর রহমান লাবু ও সমাজসেবক রইছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ১ লিটার করে তেল, ৫ কেজি করে আলু, ১ কেজি লবণ, ২টি সাবান, আড়াইশ’ গ্রাম করে ব্লিচিং পাউডার ও ২টি করে মাস্ক।