Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের বরাটে ও বড় লক্ষীপুরে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করছে আল নিমা কুয়েতি ফাউন্ডেশন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী মোঃ নুরুল ইসলাম শিকদারের উদ্যোগে ও আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের অর্থায়নে গরীবদের মধ্যে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

গতকাল ২৫শে এপ্রিল সকালে মধুরদিয়া গ্রামে কুয়েত প্রবাসী মোঃ নুরুল ইসলাম শিকদারের নিজ বাড়ীতে ও বিকেলে শহরের বড় লক্ষীপুরে আব্দুল আজিজ ফারহান আল হুতী মসজিদ প্রাঙ্গনে আরো ১০০ পরিবারের মধ্যে এসব সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে ৭০০ পরিবারের মধ্যে এসব সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করলো কুয়েতি ফাউন্ডেশনটি।

এসব সেহরী ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি ওজনের এক বস্তা চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ কেজি চিড়া, ২লিটার সয়াবিন তেল, ২ কেজি খেজুর, ১কেজি লবন, ১ কেজি মুড়িসহ রসুন, সেমাই, গুড়া দুধ ও কিসমিচ। সেহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালক আনোয়ারা বেগম জানান, করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি নিয়েও পবিত্র মাহে রমজান উপলক্ষে এ পর্যন্ত আমরা ৭০০ পরিবারের মাঝে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছি। শুধু সেহরী ও ইফতার সামগ্রী বিতরণই নয় এ পর্যন্ত বিনামূল্যে ১হাজার টিউবয়েল ও ১হাজার সেলাই মেশিন বিতরণ করাসহ  ফাউন্ডেশনের অর্থায়নে বিভিন্ন স্থানে মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান আনোয়ারা বেগম।