Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের মূলঘর ইউপিতে কৃষকের জমির ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা

ফাইল ছবি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের ইয়ার আলী নামের এক কৃষকের ২পাখি জমির পাকা ধান কেটে দিয়েছে কৃষক লীগের নেতাকর্মীরা।

জানা গেছে, গতকাল ২৪শে এপ্রিল সকালে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খানের নেতৃত্বে সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাজু আহম্মেদ, সদস্য-সচিব আলাউদ্দিন আলাল, মিজানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, মূলঘর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুরাদ মন্ডল ও সাধারণ সম্পাদক মিরাজ হাজারীসহ স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা ওই কৃষকের জমি থেকে ধান কেটে নিজেরাই মাথায় করে তার বাড়ীতে পৌঁছে দেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় কৃষক লীগের পক্ষ থেকে অসহায় কৃষকদের ধান কেটে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য ১০টি বিভাগীয় টিম গঠনসহ ১০টি হটলাইন নম্বর দেয়া হয়েছে। রাজবাড়ীসহ প্রস্তাবিত ফরিদপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। হটলাইন হিসেবে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর (০১৭১২০৯২৭৫৬) দিয়ে কৃষকদের যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।