Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লীর এক যৌনকর্মীর মৃত্যু

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে গতকাল ২৩শে এপ্রিল দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর এক যৌনকর্মী(৫০) এর মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ৩/৪ দিন ধরে ওই যৌনকর্মী নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ জানান, ওই যৌনকর্মীর জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার খবর পেয়ে সকালেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই দৌলতদিয়া পতিতাপল্লীতে খরিদ্দারদের প্রবেশ নিষিদ্ধ করে লকডাউন ঘোষণা করা হয়-যা বলবৎ রয়েছে। যদি পরীক্ষায় ওই যৌনকর্মীর রেজাল্ট পজিটিভ আসে তাহলে লকডাউন বাস্তবায়নে আরো কড়াকড়ি আরোপ করা হবে।