Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী বাজারে জনসমাগম করায় সেনাবাহিনীর তৎপরতা

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তর রোধে সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং অকারণে বাইরে না আসার জন্য রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষণার সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। লকডাউনে সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ রয়েছে। কিন্তু লকডাউন উপেক্ষা করে গত ২দিন যাবৎ জমজমাট হয়ে ওঠে রাজবাড়ী বাজার। এ অবস্থার প্রেক্ষিতে রাজবাড়ীতে দায়িত্বরত যশোর সেনানিবাসের সেনা সদস্যরা গতকাল ২২শে মার্চ বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বাজারের খলিফাপট্টিতে অভিযান চালিয়ে কিছু ব্যবসায়ীকে সতর্ক করেন। এ ছাড়াও গত ২১শে এপ্রিল অকারণে মোটর সাইকেল নিয়ে শহরে চলাচলকালে জনৈক মাদ্রাসা শিক্ষকের মোটর সাইকেল আটক করে সেনা সদস্যরা। উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী   -মাতৃকণ্ঠ।