Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ত্রাণ চেয়ে ডিসির কাছে রাজবাড়ীর কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ীদের আবেদন

॥আশিকুর রহমান॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মেনে দীর্ঘদিন দোকান বন্ধ রাখায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রাজবাড়ীর কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ী এবং তাদের দোকানের কর্মচারীরা।

যে কারণে গতকাল ২২শে এপ্রিল দুপুরে ত্রাণ ও আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে আবেদন করেছেন রাজবাড়ীর কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ী সমিতির সদস্যরা।

এ সময় সমিতির সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা রিমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও কোষাধ্যক্ষ মোঃ শফিউদ্দিন আকরাম উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা রিমন বলেন, ‘আমাদের ব্যবসার মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে মানুষকে সেবা দিয়ে আসছি। করোনাভাইরাসের কারণে গত ২৫শে মার্চ থেকে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা দোকান বন্ধ রেখেছি। আমাদের উপার্জনের একমাত্র উৎস দোকান বন্ধ থাকার কারণে আমরা দোকান মালিকরা ও দোকানের কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে/অর্ধাহারে দিনযাপন করছি। যে কারণে আমরা রাজবাড়ীর কম্পিউটার কম্পোজ ও ফটোকপি ব্যবসায়ী সমিতির ৩৭জন সদস্য আমাদের ও আমাদের দোকানের কর্মচারীদের জন্য ত্রাণ ও আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি।