॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তর রোধে রাজবাড়ী জেলাকে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণার সময়সীমা অনির্দিষ্টকালের জন্য(পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত) বাড়ানো হয়েছে। এ ব্যাপারে গতকাল ২১শে এপ্রিল রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম কর্তৃক পুনরায় গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিভিল সার্জন, রাজবাড়ীর গত ১৯/০৪/২০২০ইং তারিখের পত্র এবং করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত রাজবাড়ী জেলা কমিটির একই তারিখের সভার সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের ১১/০৪/২০২০ইং তারিখের জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় রাজবাড়ী জেলাকে অবরুদ্ধ(লকডাউন) ঘোষণার সময়সীমা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বর্ধিত করা হলো।
উক্ত সময়ে রাজবাড়ী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। অবরুদ্ধকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য পণ্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ থাকবে। তবে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে রাজবাড়ী জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারীকৃত রাজবাড়ী জেলাকে অবরুদ্ধ(লকডাউন) ঘোষণা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্বের গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ২১/০৪/২০২০ইং তারিখ রাত ১২.০০টা থেকে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।