Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মালয়েশিয়ায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান শওকত হাসানকে সংবর্ধনা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারমান হিসেবে সদর উপজেলার আলীপুর ইউপির চেয়ারম্যান মোঃ শওকত হাসান গত ৭ই জুন থেকে ফিলিপাইন ও মালয়েশিয়ায় ১০দিনের সরকারী সফরে রয়েছেন।
গতকাল ১৬ই জুন রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সে তার দেশে ফিরে আসার কথা রয়েছে। সফরের শুরু থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় রয়েছেন। ফেসবুক পোস্ট থেকে তার সফরের দিনলিপি তুলে ধরা হলো।
ফেসবুকে তিনি লিখেন ৭ই জুন ঃ সরকারী সফরে আজ বিকেলে ম্যানিলা এয়ারপোর্টে পোঁছিলাম। আমি ভাল আছি। ৮ই জুন ঃ হোটেল সিএল এগ্রিটিজ, ম্যানিলা, ফিলিপাইন। শুভ সকাল সকল বন্ধুদের। ৯ই জুন ঃ ছবির মতো দেশ, দেশপ্রেমিক মানুষ। অপরূপ। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বর্তমানে ম্যানিলা সিটির মেয়রে সাথে সৌজন্য সাক্ষাৎ করি। বিউগলে বাঁশি বাজিয়ে সুসজ্জিত বাদক দল দ্বারা আমাদের অভ্যর্থনা জানানো হলো। আমার প্রিয় ইউনিয়নবাসী ও জেলাবাসীর জন্য বড় পাওনা। এ অর্জন সকলের। ব্যস্ততার জন্য সবার সাথে যোগাযোগ করতে পারি নাই। সে জন্য দুঃখিত। প্রবাসে এসে সকলকে ভীষণ মনে পড়ছে।
১২ই জুন ঃ ফিলিপাইন সফর শেষে আজ রাতে ডঃ মাহাথির মোহাম্মদের মালয়েশিয়ায় এসে পৌঁছিলাম, যেখানে আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা প্রিয়জনদের দেশে রেখে দিন যাপন করছে। প্রিয়জনের সুখের জন্য নিজের কষ্ট আড়াল করে প্রতিনিয়িত মাথার ঘাম পায়ে ফেলে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হৃদয়ের অনুভূতিতে অন্য রকম ছোঁয়া লাগে। সেটা কথা দিয়ে বোঝানো যায় না। সালাম জানাই তাদের। তাদেরকে কাছে পাওয়ার, একটু জড়িয়ে ধরার খুবই ইচ্ছা হচ্ছে। কতদিন কত প্রিয় মানুষকে দেখিনা। আজ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করায় সরকার আমার সে সুযোগ করে দিয়েছে। হোটেল মানিহায় আছি। সকলের সাথে দেখা হলে খুব ভাল লাগতো।
১৫ই জুন ঃ মালয়েশিয়ার রাজবাড়ী প্রবাসী কল্যাণ সমিতি কর্তৃক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও মালয়েশিয়ায় শুভাগমন উপলক্ষে আমাকে সংবর্ধনা প্রদান করে। প্রবাসীদের আন্তরিকায় মুগ্ধ হয়েছি। সালাম সকলকে। মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক তাজগীর ভাই, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আলতাফ হোসেন, বিপ্লব, জুয়েল, এরশাদ, আখের, আনোয়ার, শাহিন, আবুল, রাসেল, শাওন, সজিবসহ সকলকে স্মরণ করছি। প্রবাসে এসে এতো সম্মান পাব ভাবিনি। সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ওয়াসিম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ১৬ই জুন রাত ৮টার ফ্লাইটে মালয়েশিয়া এয়ারলাইন্সে চেয়ারম্যান মোঃ শওকত হাসানের বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। এ উপলক্ষে আলীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা, সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।