Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জঙ্গলে লকডাউনে থাকা ১১টি পরিবারের মধ্যে প্রশাসনের খাদ্য সহায়তা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত কৃষ্ণ সিনহার পরিবারসহ তার প্রতিবেশী ১১টি পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ও জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াস প্রমূখ ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম সবার উদ্দেশ্যে বলেন, পুরো জঙ্গল ইউনিয়ন আমরা অবরুদ্ধ ঘোষনা করেছি। যেহেতু এই এলাকায় করোনা রোগী সনাক্ত হয়েছে। সেহেতু আক্রান্ত রোগীর পরিবার সহ ১১টি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। আপনারা কেউ বাড়ীর বাহিরে যাবেন না। আমরা আপনাদের খাদ্য সামগ্রী বাড়ীতে পৌঁছে দিবো। আজ আমরা আপনাদের বাড়ীতে ৭দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিলাম। এর পরও আপনাদের কোন কিছু দরকার হলে স্থানীয় চেয়ারম্যানসহ আমাদের সাথে যোগাযোগ করবেন।

খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল, আটা, লবন, সাবান, ডিম, আলু, মরিচ, মিষ্টি কুমড়া, কলা, ঢেড়স ও করোলা দেওয়া হয়।