Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদানের জন্য আওয়ামী লীগের ১০টি কমিটি গঠন

॥রফিকুল ইসলাম॥ করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারী ও বেসরকারী খাদ্য সহায়তা প্রদানের তালিকা প্রস্তুতের জন্য রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে আওয়ামী লীগের ১০টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর মধ্যে ১টি ইউনিয়ন কমিটি এবং অন্য ৯টি ওয়ার্ড কমিটি।

গতকাল ২০শে এপ্রিল সকালে মিজানপুর ইউনিয়নের সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সভায় এই কমিটিগুলো গঠন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকুর পরিচালনায় কমিটি গঠন সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমানসহ ইউপি সদস্যগণ, ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় দলীয় নির্ধারিত ছকে কমিটিগুলো গঠন করা হয়। ২৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আহ্বায়ক, সাধারণ সম্পাদককে সদস্য সচিব, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিদের সদস্য করা হয়েছে।

অপরদিকে ১১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটিগুলোতে একইভাবে সভাপতিকে আহ্বায়ক, সাধারণ সম্পাদককে সদস্য সচিব এবং সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। নবগঠিত কমিটিগুলো সরকারী/বেসরকারী খাদ্য সহায়তা প্রদানের জন্য ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক নিম্ন মধ্যবিত্ত, কর্মহীন, দুস্থ ও শ্রমজীবী মানুষের তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের কাছে প্রদান করবে।

এছাড়াও সভায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।