॥সোহেল মিয়া/তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে কৃষ্ণ সিনহা(১৮) নামে প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ী জেলার করোনায় আক্রান্তে সংখ্যা ৮জনে উন্নীত হলো। যার মধ্যে ৬জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
নতুন আক্রান্ত ওই যুবক নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতো। লকডাউনের কারণে সে নিজ বাড়ি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে এসেছিল। তার পিতার নাম পঞ্চনন্দ সিনহা।
গতকাল ১৯শে এপ্রিল রাত ৯টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম।
তিনি বলেন, রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। এর মধ্যে ১জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার রাতেই তাকে উদ্ধার করে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার আনা হয়েছে।
এদিকে বালিয়াকান্দিতে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য গতকাল ১৯শে এপ্রিল রাত ১২টা থেকে বালিয়াকান্দিকে লকডাউন ঘোষণা করেছে এবং সকল পেঁয়াজের বাজার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ের আগে বা পরে কোন বাজার বা দোকান খোলা যাবে না।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বালিয়াকান্দি উপজেলাকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।