Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর দৌলতদিয়ায় অজ্ঞাতনামা ১ব্যক্তির মৃতদেহ উদ্ধার

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গত ১৮ই এপ্রিল সন্ধ্যায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ১৯শে এপ্রিল রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য মৃতদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পার্শ্ববর্তী দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনের একটি বন্ধ দোকানের সামনে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল। অনেকেই সেখানে জড়ো হলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে কেউ লাশের কাছে কেউ যেতে সাহস পায়নি। খবর দেয়ার পর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, গত ৫/৭ দিন ধরে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে এলোমেলোভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে। তার পায়ে জখম ছিল। কেউ কিছু খেতে দিলেও খেতে চাইতো না। ক্ষুধা-তৃষ্ণা ও শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, অজ্ঞাত ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত করানোর পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হবে।