॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ আজ ১৯শে এপ্রিল রবিবার দুপুরে পাংশা পৌরসভার দরগাতলা বাজারের একটি ভবন থেকে সরকারী ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ করেছে।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক শাহ নামের একজন মুদি দোকানীকে আটক করেছে পুলিশ। সে পাংশা পৌরসভার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
আব্দুর রাজ্জাক শাহ ৪তলা বিশিষ্ট ওই ভবনের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে মুদীখানা ব্যবসা পরিচালনা করছেন। ভবনের মালিক যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল। ভবনের নিচ তলায় অপর কক্ষে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত অফিস এবং অফিস কক্ষের পাশে তার ব্যক্তিগত গোডাউন।
রবিবার দুপুর দুইটার দিকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকারী চাল ও পাটের বীজ উদ্ধার করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০ কেজি ওজনের ১৩৪ বস্তা চাল এবং ১ কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাটের বীজ।
খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ ও এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ আটককৃত মুদীখানা দোকানী আব্দুর রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে বলেন, সপ্তাহ খানেক আগে যশাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল তার নিজ ভবনের নিজ কার্যালয় সংলগ্ন গোডাউনে উক্ত চাল রাখেন।
ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম আরো বলেন, এটি সরকারী চাল নিশ্চিত। ব্যক্তিগত গোডাউনে চেয়ারম্যান সরকারী চাল রাখতে পারেন না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ সরকারী ১৩৪ বস্তা চাল ও ১৩৫ প্যাকেট পাটের বীজ জব্দ সেইসাথে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটকের তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে তথ্যানুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ হাসান ওদুদ মন্ডলের আপন ছোট ভাই। ঘটনার পর থেকে যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল পলাতক রয়েছেন।