॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সাড়ে ৩হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আমিন উদ্দিন আহম্মেদ টুকু।
দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় তিন দফায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী দরিদ্র পরিবারগুলোর বাড়ীতে বাড়ীতে ভ্যানযোগে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
আমিন উদ্দিন আহম্মেদ টুকু জানান, করোনা ভাইরাসের জন্য সারা দেশের ন্যায় মিজানপুর ইউনিয়নের বিপুল সংখ্যক দরিদ্র শ্রমজীবী পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় মানবিক কারণে আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। গত মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত তিন দফায় ইউনিয়নের সাড়ে ৩হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। প্রথম দফায় ১২শত ও দ্বিতীয় দফায় ১২শত করে পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫ কেজি আলু এবং তৃতীয় দফায় ১১শত পরিবারের মধ্যে ৫ কেজি আটা, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ কেজি আলু বিতরণ করেছি। এছাড়া পবিত্র শবে বরাতের আগে ৫/৬শত দরিদ্র মানুষের মধ্যে সেমাই, চিনি, সুজি, গুড়ো দুধ ও মশলা বিতরণ করেছি। কিছু জায়গায় আমি নিজে এবং অন্য সব জায়গায় আমার পক্ষে দলীয় নেতাকর্মীদের দিয়ে ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। যতদিন করোনা ভাইরাসের সমস্যা থাকবে ততদিনই আমি আমার সাধ্য অনুযায়ী মিজানপুর ইউনিয়নের দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে থাকবো।