Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের দাদশীতে লকডাউন অমান্য করায় মুদি দোকানীর দুই হাজার টাকা জরিমানা

আশিকুর রহমান করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউন অমান্য করে দোকানে টিভি চালিয়ে লোক জড়ো করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির বড়দোয়াল মোড়ে এক মুদি দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ১৭ই এপ্রিল দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ‘গত ১১ই এপ্রিল রাজবাড়ী সদর উপজেলায় ৫জন মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে জনসাধারণের চলাচলে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য পুরো জেলাকে লকডাউন করে দেয় জেলা প্রশাসন। যে কারণে লকডাউন কার্যকর রাখতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় লকডাউন অমান্য করে দোকানে টিভি চালিয়ে লোক জড়ো করার অপরাধে অর্থাৎ সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে সম্ভাব্য সহায়তা করার অপরাধে রুবেল বিশ্বাস নামে এক মুদি দোকানিকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লকডাউন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা তৈরি করা হয়। ’

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।