॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের কেনাকাটার সুবিধা অবশেষে গতকাল ১৭ই এপ্রিল সকালে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে চালু হয়েছে অস্থায়ী কাঁচাবাজার।
এর আগে গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে রাজবাড়ী বাজারের কাঁচাবাজার স্থানান্তর করে স্টেডিয়ামে অস্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত থাকলেও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও পৌরসভা মেয়রের আপত্তি কারণে নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে গতকাল ১৭ই এপ্রিল জেলা প্রশাসক দিলসাদ বেগম স্টেডিয়ামে অস্থায়ী কাঁচাবাজার চালুর মাধ্যমে প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসনের আহবানে জনস্বার্থ বিবেচনায় রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্টেডিয়ামের অভ্যন্তরে অস্থায়ীভাবে বাঁশের তৈরী ১৫ ফুট করে দূরত্বে মোট ৫০টি অস্থায়ী দোকান ঘর তৈরী করে দেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান জানান, গতকাল শুক্রবার স্টেডিয়ামে অস্থায়ী কাঁচাবাজার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বাজার খোলা থাকবে। ব্যবসায়ীদের সুবিধার্থে রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী আরো ৫০টি অস্থায়ী দোকান তৈরী করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এছাড়াও জেলা প্রশাসনের আহবানে ব্যবসায়ীদের সুবিধার্থে সদর থানা পুলিশ স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ওজোপাডিকোর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে অস্থায়ী টয়লেট ও পানির টিউবওয়েল স্থাপনের কাজ চলছে।