Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর টাউন মক্তব স্কুলের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

॥শেখ আলী আল মামুন॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পুষ্টির কথা চিন্তা করে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল ৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল ১৬ই এপ্রিল সকালে শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, বিদ্যালয়ের ২২জন শিক্ষক ও কয়েকজন অভিভাবকের সহযোগিতায় ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ঃ ৫ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় লিটার দুধ, ৩০টি ডিম, আধা লিটার তেল, আধা কেজি লবন ও একটি করে সাবান।

বিদ্যালয়ের ২২ জন শিক্ষক ছাড়াও ডাঃ মোঃ ইকবাল হোসেন, খামারি ও অভিভাবক মাছুমা আক্তার, অভিভাবক আকরাম্জ্জুান লাবু, ছনিয়া পারভীন, শিক্ষার্থী আলিফের আম্মু, প্রাক্তন শিক্ষক সেলিনা ইয়াসমিন, প্রাক্তন শিক্ষক আতিকা বেগম রাশি, সাবেক ছাত্র রাশেদুল ইসলাম, পোল্ট্রি খামার ব্যবসায়ী কাউসার আহমেদ। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন টাউন মক্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খাদ্য সামগ্রী সহায়তাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।