॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেঁড়ীবাধকে হুমকির মুখে ফেলে পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১৪ই এপ্রিল দুপুরে ভ্রাম্যমাণ পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
এসিল্যান্ড মোঃ আরিফুর রহমান বলেন, ‘দুপুরে আমার কাছে খবর আসে গোদার বাজার এলাকায় শহর রক্ষা বেড়ীবাধকে হুমকির মুখে ফেলে পদ্মা নদীর তীর থেকে ভেকু দিয়ে মাটি কেটে ভাটায় নিচ্ছেন এনজিএল ইটভাটার মালিক গোলাম মোস্তফা। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি শহর রক্ষা বেড়ীবাধ সংলগ্ন জায়গা থেকে ভেকু দিয়ে এমনভাবে গভীর করে মাটি কাটা হচ্ছে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। এ সময় ভ্রমাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ইটভাটা মালিক মোঃ গোলাম মোস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গর্ত করা স্থান মাটি দিয়ে ভরাট করার নির্দেশনা দেওয়া হয়।’
মাটি খেকোদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসিল্যান্ড মোঃ আরিফুর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের দুর্যোগের এই সময়ে সারাদেশের মানুষ দুশ্চিন্তায় সময় পার করছেন। আমরা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। কিন্তু এরমধ্যেও থেমে নেই মাটি খেকোরা। যা মেনে নেওয়া যায়না। করোনা নাকি মাটি খেকো, কোনটা সামলাবো আমরা?’