Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ডিডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের অর্থায়নে পাংশার কলিমহরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির কলিমহর গ্রামে গত ১২ই এপ্রিল রাতে ঢাকাস্থ ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের অর্থায়নে করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল ব্যক্তি এবং হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, মিজানুর রহমান মিলন, গোবিন্দ ভাদুরী, পাভেল ও প্রিন্সের সমন্বয়ে প্রতিনিধি দল গত রবিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কলিমহর গ্রামের বাড়ী বাড়ী গিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে জানান, ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের দিক-নির্দেশনায় ও অর্থায়নে করোনা সংকটের কারণে কলিমহর গ্রামের অসহায়-হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।