॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল যুব সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে তাদের গ্রামে বহিরাগতদের প্রবেশ নিষেধ করে রাস্তায় বাঁশ বেধে রেখেছে গ্রামবাসী।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান জানান, করোনা ভাইরাসের কারণে এলাকার লোকজন নিরাপদে থাকতে হুলাইল গ্রামবাসী বহিরাগতদের প্রবেশ নিষেধ করাসহ সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।
তিনি আরো জানান, করোনা ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
হুলাইল যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি আবুল কালাম আজাদ খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় লোকজন জানান, করোনা ভাইরাসের কারণে আমরা কেউ গ্রামের বাহিরে যাবো না এবং পরিবেশ ভাল না হওয়া পর্যন্ত বহিরাগত কোন ব্যক্তিকে এই গ্রামে প্রবেশ করতে দেবো না। গ্রামের লোকজনের নিরাপদে থাকতে হাত ধোয়ার জন্য প্রতিটি সড়কের সামনে পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।